মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

২০২৫ সালে বাংলাদেশ দলের কোথায় কবে খেলা

২০২৫ সালে বাংলাদেশ দলের কোথায় কবে খেলা

স্পোর্টস ডেস্ক:: ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। নতুন একটা বছর এসেছে। পুরো বাংলাদেশ যে বছরটায় দেখেছে পরিবর্তন। আর সেই পরিবর্তনের ঢেউ লেগেছে দেশের ক্রিকেটেও। বোর্ড থেকে শুরু করে কোচ, সবই বদলেছে। বাংলাদেশ ক্রিকেটও তাই ২০২৫ সালে পা রাখছে ভিন্ন এক রূপে।

২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট পার করেছে ব্যস্ত সময়। নতুন বছরটাও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরেই। মাঠে বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে পুরষ ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে। পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছরে দেশের হয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ।

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি

ফেব্রুয়ারি: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

মার্চ: বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

মে: বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

২০২৫ সালে বাংলাদেশ দলের কোথায় কবে খেলা

জুন: বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

আগস্ট: বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

অক্টোবর: বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

নভেম্বর: বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি

জানুয়ারি-ফেব্রুয়ারি: বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে**, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

সেপ্টেম্বর-অক্টোবর: মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ**

ডিসেম্বর: বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com