মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

১৯ দিন পর চট্টগ্রামে করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ ১৯ দিন পর করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এর আগে সবশেষ গত ২৪ নভেম্বর করোনায় কারো মৃত্যু হয়েছিল। এছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আগের দিন সোমবার (১৩ ডিসেম্বর) জেলায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরমধ্যে ৩ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন পটিয়া ও একজন রাঙ্গুনিয়ায় বাসিন্দা। করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৪৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৪৭ জন। বাকি ২৮ হাজার ৩২৪ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com