রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

১৫০ বোতল ফেন্সিডিল সহ আন্তজেলা মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‍্যাব-১০ , সিপিসি-৩,

মো:সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি :ফলের ঝুড়িতে লুকায়িত মাদক পরিবহন কালে আন্ত জেলা মাদক ব্যবসায়ীকে ১৫০ বোতল ‌ ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে যাত্রীবাহী বাসে করে যাত্রীবেশে ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে লুকায়িত ফেনসিডিল বহনকালে আনুমানিক ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৯), পিতা-মোঃ আলী হোসেন, সাং-দৌলাতদিয়াড়, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com