বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

১৩ বছরেও ন্যায্য পাওনা পায়নি বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ১৩ বছর ধরে শ্রমিক সংগঠনের নির্বাচন না দিয়ে সাধারণ শ্রমিকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৬ এপ্রিল) দাবি আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিকরা সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে অতিসত্তর নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে শ্রমিক সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, শ্রমিক সংগঠনের কমিটি গঠন না করে ১৩ বছর থেকে শ্রমিক সর্দাররা জোরপূর্বক এ সংগঠন পরিচালনা করছে। এতে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে। সর্দারদের এ গ্রুপটি একাধিক সংগঠনের নামে অবৈধভাবে চাপ দিয়ে সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে ও শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাব গড়মিল করে। সর্দারদের এ সকল কর্মকান্ড বন্ধ ও ন্যায্য পাওনার দাবিতে বুড়িমারী স্থলবন্দরের সাধারণ শ্রমিকরা এ বছরের গত ০৪ ফেব্রুয়ারি ও ২১ মার্চ সড়ক অবরোধ করে আন্দোলন করে।

শ্রমিকরা সংবাদ সম্মেলনে দাবি করেন এ আন্দোলন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে সর্দাররা শ্রমিকদেরকে বিভিন্ন সময় হুমকি প্রদান ও ষড়যন্ত্র করছে। গত ১৪ এপ্রিল একজন সাধারণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়েছে। সম্মেলনে- ভবিষ্যতে শ্রমিকদের সাথে এ ধরনের আচরন করলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে শ্রমিকদের নামে জমানো টাকা ফেরতের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সহসভাপতি সামছুল হুদা, সিনিয়র সহসভাপতি জামিয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেনসহ কয়েকশো সাধারণ শ্রমিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com