সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

১২ বছরের সম্পর্কে ইতি টানলেন পিকে ও পপ গায়িকা সাকিরা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বিচ্ছেদের পথে কলম্বিয়ান পপ গায়িকা সাকিরা ও স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে। দীর্ঘ ১২ বছর এক সঙ্গে থাকার পর সম্পর্ক শেষ করতে চলেছেন এই তারকা যুগল। তাঁদের দুই সন্তান আছে এবং এই সন্তানরা কাদের কাছে থাকবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও পর্যন্ত।

বিচ্ছেদের পথে কলম্বিয়ান পপ গায়িকা সাকিরা ও স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে দীর্ঘ ১২ বছর এক সঙ্গে থাকার পর সম্পর্ক শেষ করতে চলেছেন এই তারকা যুগল।

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, বার্সেলোনার স্প্যানিশ তারকার অন্য মহিলার সঙ্গে সম্পর্কের জেরেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাকিরা।

দুই তারকাই একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আলাদা হয়ে যাচ্ছি, এই মুহুর্তে সন্তানরাই আমাদের প্রাধান্য। আমাদের ব্যক্তিগত সময়কে সম্মান জানানো হোক।”

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় থেকে আলাপ পিকে ও সাকিরার। সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রেমে এবং অবশেষে এক সঙ্গে ঘর করা। সেলেব কাপলদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন তাঁরা। তাঁদের এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই হতাশ করবে কোটি কোটি সমর্থকদের। তা আর বলার অপেক্ষা রাখে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com