শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

১১ জন পথশিশুকন্যা কাতার যাচ্ছে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ পথেই তাদের জন্ম। পথই ছিল ঠিকানা। এখন তাদের নতুন আশ্রয় লিডো পিস হোম। যে প্রতিষ্ঠানের সহযোগিতায় এবার তাদের যাত্রা কাতারে। লক্ষ্য বিশ্বকাপ ফুটবলের ভেন্যুতে ‘স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপে (পথশিশু বিশ্বকাপ) খেলা। বৃহস্পতিবার দোহার উদ্দেশ্যে রওয়ানা হবে কোচসহ ১১ সদস্যের দলটি। সেখানে ২৫ দেশের অংশগ্রহনে সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টে খেলবে লাল সবুজের এই পথশিশুরা। দলের সদস্যরা হল- সাথী আক্তার, ফিরোজা আবিদা, আফরিন খাতুন, হামিদা আক্তার, ইতি আক্তার, মিম আক্তার তামান্না, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস ওশিন, তানিয়া আক্তার ও জেসমিন আক্তার। এছাড়া কোচ হিসেবে যা”েছন নাজমা আক্তার। ৭-১৬ অক্টোবর বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে খেলবে এই শিশুরা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন। টুর্নামেন্টে ভাল করার প্রত্যয়ের কথা জানান অধিনায়ক জেসমিন আক্তার। তার কথায়, ‘২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত পথশিশু বিশ্বকাপ ক্রিকেটে আমরা সেমিফাইনালে খেলেছিলাম। এবার পথশিশু ফুটবল বিশ্বকাপেও সেই লক্ষ্য নিয়ে যা”িছ।’ কোচ নাজমা আক্তার বলেন, ‘প্রায় ১০ মাস বসিলা মাঠে এই মেয়েরা অনুশীলন করেছে। তাদের মধ্যে ভাল খেলার প্রতিভা লুকিয়ে রয়েছে। আমি জানি, নির্দেশনা অনুযায়ী খেলতে পারলে তারা ভাল করবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com