শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

১০ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিল সরকার

অর্থনৈতিক প্রতিবেদক::

১০ টি বেসরকারি প্রতিষ্ঠানকে বাজার নিয়ন্ত্রণে ১ লাখ ৫ হাজার টন সেদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

গত রোববার (৩ জানুয়ারি) অনুমতির চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট বাসমতি নয় এমন সেদ্ধ চাল, শর্তসাপেক্ষে আমদানি করা যাবে।

চাল আমদানির অনুমতি পেয়েছে যেসব প্রতিষ্ঠান- দিনাজপুরের রেনু কন্সট্রাকশন ১৫ হাজার টন, জয়পুরহাটের হেনা এন্টারপ্রাইজ ১০ হাজার টন, বগুড়ার আলাল এগ্রো ফুড প্রোডাক্টস ১০ হাজার ও আলাল এন্টারপ্রাইজ পাঁচ হাজার টন, খুলনার কাজী সোবহান ট্রেডিং করপোরেশন ১০ হাজার টন, নওগাঁর দীপ্ত এন্টারপ্রাইজ ১০ হাজার টন, আকাশ এন্টারপ্রাইজ ১০ হাজার টন, ঘোষ অটোমেটিক রাইস মিল ১৫ হাজার টন, জগদীশ চন্দ্র রায় ১০ হাজার টন ও মেসার্স নুরুল ইসলাম ১০ হাজার টন চাল।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, এই বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে সঙ্গে সঙ্গে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা পাঁচ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ চাল এবং ২০ দিনের মধ্যে পুরোটাই দেশে বাজারজাত করতে হবে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান ১০ থেকে ২০ হাজার টন বরাদ্দ পেয়েছে তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে অর্ধেক এবং ৩০ দিনের মধ্যে সব চাল স্থানীয়ভাবে বাজারজাত করতে হবে বলেও মন্ত্রণালয় থেকে শর্ত দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com