সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

১০ দিনে রেমিট্যান্স এলো ৭ হাজার ৮শ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক,ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম॥ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নানা ছাড় ও সুবিধা দিয়েছে বাংলাদেশ সরকার। এই সুযোগ দেওয়ার পর ইতিবাচক সাড়া মিলছে। চলতি আগস্টের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ১৩ লাখ (৮১৩ মিলিয়ন) মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৬ টাকা ধরে) ৭ হাজার ৮০৪ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে গত জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। যা স্থানীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অর্থের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। আগের মাস জুনের চেয়ে প্রায় ২৬ কোটি ডলার বেশি এসেছে জুলাই মাসে। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। এ ছাড়া আগের বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে ২২ কোটি ৫৪ লাখ ডলার বেশি এসেছে। গত বছর জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৮৭ কোটি ১৫ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com