মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

১০ কোটি টাকার আইসসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার থেকে ১০ কোটি টাকার দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ পিকআপের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে

শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কেওচিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে পিকআপ চালক ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আনজুর হোসেনের ছেলে জাহিদ আলম (২০)।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, বেসরকারি একটি এনজিও কর্মকর্তার আসবাবপত্র পরিবহনের আড়ালে গাড়ির মালিকের সহযোগিতায় তারা ক্রিস্টাল মেথ পাচার করছিল। ঢাকায় নিয়ে এসব বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এ ঘটনায় দিদার নামে ওই গাড়ির মালিকও জড়িত আছে। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com