বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

১০০ পরিবহন শ্রমিক পেলেন ‘ভালোবাসার থলে’

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। এতে বেকার হয়ে পড়েছেন গণপরিবহনে দৈনিক বেতনে কাজ করা কর্মচারীরা। বেকার শ্রমিকদের পাশে ‘ভালোবাসার থলে’ নিয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ১০০ জন পরিবহন শ্রমিককে ভালোবাসার থলে উপহার দেওয়া হয়েছে। এতে চাল, ছোলা, চিনি, চিড়া, পেঁয়াজ, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। দূরপাল্লার যে সব গণপরিবহনের কর্মচারীরা প্রকৃত লকডাউনের আওতায় রয়েছে এবং যারা দৈনিক বেতনে কাজ করেন তাদের এ সহায়তা দেওয়া হয়।

তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের সামনে থলে রাখা ছিল, পরিবহন শ্রমিকরা এসে সংগ্রহ করেছেন। নাঙলমোড়া ইউনিয়নের একজন ব্যবসায়ী উপজেলা প্রশাসনের এই কাজে সহায়তা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com