মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং এস এস ট্রেডিং এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত “এস এস ট্রেডিং ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ান ও রানারআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরন করেন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মো: নুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির আহবায়ক আ.ন.ম ওয়াহিদ দুলাল, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সদস্য-সচিব এস.এম খালেকুজ্জামান সহ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন।
বিকাল ৩টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ২৮-২৮ গোলে সমতায় থাকায় খেলা অতিরিক্ত সময়ে মাঠে গড়ায়। অতিরিক্ত সময়েও ৩৩-৩৩ গোলে সমতায় থাকে। পরবর্তীতে সাডেন ডেথ পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে বর্ডার গার্ডকে পরাজিত করে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
সেরা খেলোয়াড় ॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচথোয়াই মার্মা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সকাল ৮ টায় অনুষ্ঠিত ৩য়/৪র্থ স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৪৮-২৪ গোলে চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে।