রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

হ্যাটট্রিক শিরোপা জিতে বসুন্ধরা কিংসের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিল বসুন্ধরা কিংস। আর তাতেই গড়েছে ইতিহাস। বাংলাদেশ ফুটবলের ইতিহাস তৃতীয় ক্লাব হয়ে ও অভিষেকের পর প্রথম দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল কিংসরা।

বিপিএলে অভিষেকের পর টানা তিনবার হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড ছিল না আর কোনো ক্লাবের। তবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আগেই অর্জন করেছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান। ১৯৮৩-৮৫ প্রথম বিভাগ ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। এর পরের তিন বছর ঢাকা মোহামেডানও টানা চ্যাম্পিয়ন হয়।

পয়েন্ট টেবিলে আগে থেকেই শীর্ষে অবস্থান করছিলো বসুন্ধরা কিংস। তাদের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও অনেকটা নিশ্চিত ছিল, অপেক্ষা ছিল সময়ের। অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ২০ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৫১ পয়েন্ট। যা দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনী ঢাকার পক্ষে অতিক্রম করা সম্ভব না।

সোমবার শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই গতির ফুটবল খেলতে থাকে চ্যাম্পিয়নরা। চাপ ধরে রেখে করতে থাকে একের পর এক আক্রমণ। শেষ পর্যন্ত ২৭তম মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। এ সময় গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন মতিন মিয়া।

ম্যাচের ৩৭তম মিনিটে ঘটে এক অঘটন। প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে কিংসের ফুটবলার ইয়াসিন আরাফাতকে লালকার্ড দেখান রেফারি। ফলে বাকি সময়টুকু দশ জন নিয়ে খেলতে হয় অস্কার ব্রুজেনের শিষ্যদের। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু একের পর এক আক্রমণের পরও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা ক্লাবটি। উল্টো ম্যাচের ৮১তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে সাইফ। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বিপলু আহমেদ। ২-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com