শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সন্ধ্যায় কনা আক্তার নামের এক গৃহবধুর লাশ রেখে পালিয়ে গেছে স্বামী মোমিন মিয়া।
মঙ্গলবার রাত ৮টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতাল থেকে কনা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত কনা আক্তার (১৯) কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার মমিন মিয়ার স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, কালিয়াকৈরের বড়ইতলী এলাকার মমিন মিয়ার সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোয়াইলবাড়ী এলাকার কালু মিয়ার মেয়ে কনার সঙ্গে তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে মমিনের সঙ্গে স্ত্রী কনার পারিবারিক কলহ চলে আসছিল। ওই পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কনা। বাড়ীর লোকজন কনাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক কনাকে মৃত ঘোষনা করলে কৌশলে স্বামী মমিন ও তার পরিবারের অন্য লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য পাঠায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।