বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

হাসনাবাদ মানবকল্যাণ সংঘের ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::  পবিত্র মাহে রমজান উপলক্ষে হাসনাবাদ মানবকল্যাণ সংঘ শনিবার (০৯ মার্চ) তাদের ৭ম বারের মতো ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানটি সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মাজার রোড এলাকায় অনুষ্ঠিত হয়।

মো. কাজী আসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসনাবাদ মানব কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক এফ, রহমান ফয়েজ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. কাজী আসলাম বলেন, “হাসনাবাদ মানবকল্যাণ সংঘ প্রতি বছর রমজান মাসে এ ধরণের ইফতার সামগ্রী বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি একটি অত্যন্ত প্রশংসনীয় কাজ।”

তিনি আরও বলেন, “সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য এ ধরণের সহযোগিতামূলক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে সভাপতি মো. কাজী আসলাম বলেন, “আমরা প্রতি বছর রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এ বছর আমরা ৫০০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছি।”

তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখব।”

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংঘের কোষাধক্ষ্য মো. মারুফ হোসেন মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মানব কল্যাণ সংঘের মো. ভাসানী, মো. বিপ্লব হোসেন, মো. লালন, মো. ওয়াসিম, মো. রিপন, মো. গুড্ডু, মো. মজিল, মো. বলাক এবং সংঘের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com