বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টায় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রকৃত মালিকের হাতে এসব মোবাইল ফোন তুলে দেন।এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়রুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফোনের মালিকরা।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইলের সাধারণ ডায়েরির সূত্র ধরে আমরা ৩১ টি মোবাইল উদ্ধার করেছি। এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com