বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

হানিমুন প্যাকেজে দুই ছেলে বন্ধুর অদ্ভুত অভিজ্ঞতার নাটক ‘ওহ হানি’

স্টাফ করেসপনডেন্ট॥
অফিসিয়াল পিকনিক থেকে লটারিতে কক্সবাজারের একটি রিসোর্টে হানিমুন প্যাকেজ জেতে অবিবাহিত সাগর। তারপর প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পথে এলে সুযোগ থাকায় সাগর ও তার বন্ধু, দুজন মিলে রওনা হয় কক্সবাজারে। এরপর হানিমুন প্যাকেজে দুই বন্ধুর যে অভিজ্ঞতা, মূলত তাই উপজীব্য করে তৈরী হয়েছে নাটক “ওহ হানি”!

তানিন রহমানের চিত্রনাট্যে ও নাট্য পরিচালক হাসান রেজাউলের নির্মাণে খুব শিঘ্রই আসছে নাটকটি আসছে জাগো এন্টারটেইনমেন্টে। আর নাটকটির মূল গল্প লিখেছেন সাংবাদিক হোসাইন মোহাম্মদ সাগর। নাটকের জন্য লেখা এটিই তার প্রথম গল্প বলে জানান সাগর। এর আগে তিনি জাতীয় পর্যায়ে “ইস্পাহানি সেরা মূহুর্তে গল্প” ও “জাগো নিউজ বিয়ে শাদির গল্প” লেখা প্রতিযোগিতায় গল্প লিখেও বিজয়ী হন।

‘ওহ হানি’ নাটকটিতে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন চলতি প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেতা-অভিনেত্রী আবু হুরায়রা তানভীর ও আইশা খান। এছাড়া আরও রয়েছেন নাসরিন আনু, জয়নাল জ্যাক, আজম খান, মাইম হাসান, রাব্বি এবং অন্যান্যরা। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন মাসুম সুমন, সম্পাদনা করেছেন হাবিবুর রহমান হাবিব। ভিন্ন আঙ্গিকের এই নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্টস।

নাটকটি নিয়ে পরিচালক হাসান রেজাউল ও গল্পকার হোসাইন সাগর বলেন, বাস্তব অভিজ্ঞতার আলোকে এই নাটকটি অন্যান্য নাটকের তুলনায় বেশ ভিন্ন। আমাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি ও আঙ্গিক তুলে ধরা হয়েছে এই নাটকটিতে, যা আগে সেভাবে আমাদের সামনে আসেনি। বিশেষ করে একটি হানিমুন প্যাকেজকে কেন্দ্র করে দুটো ছেলে বন্ধুর একটা ট্যুর, সেটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের যে গল্প, সেখান থেকেই আমরা এই নাটকে দর্শকদের জন্য নতুন কিছু তুলে আনতে চেয়েছি। প্রেম-ভালোবাসা আর বন্ধুত্বের দারুন মিশেলে এই নাটকটি দর্শকনন্দিত হবে বলেই আমরা প্রত্যাশা করি।

নাটকটি আগামী সপ্তাহে ইউটিউবে মুক্তি পাবে জাগো এন্টারটেইনমেন্টসের ব্যানারে। তার আগে জুনের ৬ তারিখে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নাট্য নির্মাতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com