মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ট্রাক চাপায় এসআইসহ দুই পুলিশ সদস্য নিহত

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পুলিশের ডিএসবি শাখায় কর্মরত এস আই আব্দুল মতিনসহ দুই পলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়রী) বেলা ৩টায় লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি এস আই আব্দুল মতিন(৪৫) ও পুলিশের কনস্টেবল মজিবুল হক(৫০)।

স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালন শেষে উপজেলার বড়খাতা থেকে হাতীবান্ধায় ফেরার পথে বুড়িমারি হতে পাথর বোঝাই একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্যকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com