শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় ফিন্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিল আব্দুল লতিফ। এ সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ সময় হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেন। তবে ততক্ষনে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। তারপরেও আমরা চেষ্টা করছি তাদের গ্রেফতার করার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com