মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গড্ডিমারী ইউনিযন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে অপর প্রার্থীর বিরুদ্ধে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন খন্দকার(মোটর সাইকেল)।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন বলেন, আগামী ২০ অক্টোবর গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি মোটর সাইকেল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে প্রচারনা চালাচ্ছেন। দিন দিন সমর্থক বৃদ্ধি পাওয়ায় হিংসা পরায়ন হয়ে আমার উপর হামলা ও হুমকী অব্যহত রেখেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল(নৌকা)। এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রির্টানিং অফিসারসহ বিভিন্ন দফতরে একে একে ৬টি লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু প্রশাসন অভিযোগ আমলে না নেয়ায় দিন দিন বেপড়োয়া ভাবে আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে নৌকার প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। নৌকার প্রার্থী জনসভায় প্রকাশ্যে আমাকে মেরে ফেলার ঘোষনা দিলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন আরো বলেন, শুক্রবার নিজ বাড়ির অদুরে গড্ডিমারী মেডিকেল মোড়ে গনসংযোগ করার সময় নৌকার প্রার্থী শ্যামলের লোকজন অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। আমাকে বাঁচাতে আমার স্ত্রী ও ভাই এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের সামনে আমাদের উপর ইট, পাথর ছুড়ে মারে। এতে আমি আমার স্ত্রী ও ভাইসহ ৮জন কর্মী সমর্থক আহত হয়েছি। আহতদের হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচারনায় বাঁধা দিয়ে যারা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে ভোট কেন্দ্রে তাদের তান্ডব দমাবে কিভাবে?। সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহন করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি। সেই সাথে ভোট গ্রহনের দিন র্যার অথবা আর্মি মাঠে রাখার অনুরোধ নির্বাচন কমিশনের প্রতি।