শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন

নবাবগঞ্জে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ: শেখ হাসিনার সকল সহযোগীদের বিচার করতে হবে

নবাবগঞ্জে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ

নবাবগঞ্জ দোহার প্রতিনিধি:: বন্যার্তদের সহযোগীতা এবং দেশ ও ইসলাম রক্ষায় শাহাদত বরণকারী সকল ছাত্র-জনতার স্বরণে হেফাজতে ইসলাম নবাবগঞ্জ শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বুধবার বেলা ১০ টা ৩০ মিনিটে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে ভারতীয় আগ্রাসন নীতির তীব্র প্রতিবাদ জানান।

স্বরণ সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব বলেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানসহ স্বৈরাচার হাসিনা সরকারে সকল সহযোগীদের দ্রুত বিচার করতে হবে। এছাড়া রাজধানী ঢাকার শাপলা চত্বরে নিহত হেফাজতে ইসলামের যে সকল নেতাকর্মীর শহীদ হয়েছে তাঁদের হত্যার বিচার করতে হবে। আমরা রাজনীতি করি না। আল্লাহ ও তাঁর রাসুলের আইন মেনে চলি।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ পীর, আলেম, অলি মাশায়েকদের দেশ। আমরা আপনাদেরকে বলতে চাই এই দেশের মুসলিম, হিন্দু, খৃষ্টান ধর্মের মানুষ সকলে মিলে মিশে বাস করে। তাঁরা আপনাদের তাঁবেদারি মানবে না। সভায় উপস্থিত আলেম উলামাগন ভারতের পণ্য বয়কটের আহবান জানিয়ে এসময় শ্লোগান দিতে থাকে।

এসময় উপস্থিত ছিলেন, মুফতি মিজানুর রহমান কাসেমী, মাওলানা নুরহুসাইন কাসেমী, মুফতি ইব্রাহিম খলিল, মুফতি আল আমিন, মুফতি রইচ উদ্দিন, মুফতি মাহবুবুর রহমানসহ হেফাজতে ইসলাম বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com