বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি::
সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল হাইওয়ে প্রেস ক্লাবের তিন বছর মেয়াদী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত রোববার দুপুর ২টায় হাটিকুমরুল হাইওয়ে প্রেসক্লাবে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভায় সাংবাদিক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাসুদ রানা শান্ত৷ এ সময় সকল সদস্যের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়৷
কমিটি বৃন্দরা হলেন- সভাপতি মাসুদ রানা শান্ত, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জাকির হোসাইন, সহ-সাধারন সম্পাদক শাহরিয়ার মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও মাইনুল হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক ইসলাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন সরকার, দপ্তর সম্পাদক কাইয়ুম মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম ডি হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক মেনহাজ সরকার,সাংবাদিক কল্যাণ সম্পাদক ফারুক হোসেন৷ কার্যকরী সদস্য অভিজিৎ রায়, আহসান আলী, আল আমীন হোসেন, আরিফ হোসেন৷
উপদেষ্টা মন্ডলী উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, ব্যারিস্টার আব্দুল্লাহ আল বাশার, মোঃ শহীদুল ইসলাম হাসান, মোকলেছুর রহমান, তারিকুল ইসলাম।