শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে হাটিকুমরুল হাইওয়ে প্রেসক্লাব এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় সলঙ্গা অনার্স কলেজের শহীদ মিনারে, শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন হাটিকুমরুল হাইওয়ে প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন হাটিকুমরুল হাইওয়ে প্রেসক্লাবের আহবায়ক মোঃ মাসুদ রানা শান্ত, যুগ্ম আহ্বায়ক মোঃ ইসলাম হোসেন, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মোঃ কারিকুল ইসলাম সুমন, সদস্য মোঃ শহিদুল ইসলাম সেলিমসহ, স্থানীয় আওয়ামী শ্রমিক লীগ, ছাত্র লীগ,যুব লীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এসময় লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।