শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

হাটিকুমরুলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাটিকুমরুল হাইওয়ে প্রেসক্লাবের প্রচার সম্পাদক অভিজিৎ কুমার দাস এর সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রানা শান্ত।

পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন ওবায়দুল্লাহ খবির উক্ত আলোচনা সভায় বিজয় দিবসের উপর বক্তব্য রাখেন-হাটিকুমরুল হাইওয়ে প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি জাতীয় দৈনিক ভোরের ডাক প্রত্রিকার সলঙ্গা প্রতিনিধি শংকর কুমার রায়, সাধারন সম্পাদক বেসরকারী টেলিভিশন-চ্যানেল এস এর বৃহত্তর চলনবিল প্রতিনিধি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার প্রত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জাকির হোসাইন, সহসভাপতি ৭১ বাংলা টিভির চলনবিল প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক, পল্লীটিভির চলনবিল প্রতিনিধি মোঃ আব্দুল মতিন সরকার ও দৈনিক অগ্নিশিখা, সাপ্তাহিক একুশের কন্ঠের প্রত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ইসলাম হোসেন, দপ্তর সম্পাদক এসএম সরোয়ার মোর্শেদ পলাশ, কার্যকরী সদস্য দৈনিক অগ্নিশিখা প্রত্রিকার সলঙ্গা প্রতিনিধি মোঃ জান্নাতুন নাঈম প্রমুখ।

এর আগে হাটি কুমরুল ইউনিয়নের মধ্যপাড়া গনকবর শহীদ মিনারে প্রেস ক্লাব, বাংলাদেশ তৃণমূল কল্যান সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখা, জাতীয় শ্রমিক লীগ সলঙ্গা থানা শাখা ও সলঙ্গা থানা যুব লীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com