শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
আজ রবিবার (৪ আগষ্ট) দুপুর ১২ টায় দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নে ৩ হাজার ১শত ৪০ টি হতদরিদ্র পরিবারে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের মাননীয় এম,পি মহোদয় গরিবের বন্ধু জনাব তানভীর ইমাম, ট্র্যাক অফিসার মোঃ মোতালেব হোসেন ও হাটিকুমরুল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হেদায়েতুল আলম আলম রেজা সহ স্থানীয় গণমাধ্যম কর্মী রাজনীতিবিদ ও সচেতন মহল।
মাননীয় এমপি মহোদয় বলেন, সকলের মুখে হাসি দেখতে চাই ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে চাই। ট্র্যাক অফিসার মোঃ মোতালেব হোসেন বলেন, ৩ হাজার ১শত ৪০ টি হতদরিদ্র পরিবারে ১৫ কেজি করে চাউল বিতরণ করছি।
হাটিকুমরুল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হেদায়েতুল আলম আলম রেজা বলেন, আমাদের ২০১৯ ও ২০২০ সালের বাজেট অনুযায়ী ৩ হাজার ১শত ৪০ টি ভিজিএফ এর কার্ড পেয়েছি। কার্ডগুলো ট্র্যাক অফিসারকে বুঝিয়ে দিয়ে দুজন মিলে সুষ্ঠভাবে ভিজিএফ এর চাউল বিতরণ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতেও সরকারি অনুদান সুষ্ঠভাবে জনগণের মাঝে বিতরণ করতে পারি।