সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

হাটহাজারীর আলোচিত ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনা, মামলা দায়ের গ্রেপ্তার ১

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা ॥
চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. মানিক (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার উত্তর মেখল গ্রামে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।

ব্যবসায়ী অভিযোগ করেন, এর আগে তাকে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়াতেই এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, “ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি চাঁদাবাজি সংশ্লিষ্ট ঘটনা। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”তিনি আরও বলেন আপাতত আর কোন আপডেট নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com