বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

হাজার কোটি টাকার জমি বেদখল

অনলাইন ডেস্ক ।।
নারায়ণগঞ্জে যে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে দখল করে নিচ্ছে রেলের জমি। এক জরিপে দেখা গেছে, শুধু নারায়ণগঞ্জ-কমলাপুর ও নারায়ণগঞ্জ-চাষাঢ়া-আদমজী রুটে রেলের প্রায় ১ হাজার কোটি টাকার সম্পত্তি দখল করে নিয়েছে বিভিন্ন দখলদার। রেলওয়ের এই সম্পত্তি দখলদারদের মধ্যে ব্যবসায়ী, রাজনীতিবিদ, মাস্তান, রেলওয়ের একশ্রেণির কর্মকর্তা কর্মচারী রয়েছেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ রেলের ইতিহাস অনেক পুরনো। জেলায় ১৮৮২ সালে চলমান রেলপথ (লাইনের) নির্মাণে দুই পাশে ৬২ ফুট প্রশস্ত জমি অধিগ্রহণ হয়েছিল। ১৮৮৫ সালের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ রেলস্টেশন স্থপিত হয়। বিশেষ করে নারায়ণগঞ্জ আদমজী জুট মিলকে কেন্দ্র করে গুরুত্ব পায় নারায়ণগঞ্জ রেলপথ। ২০০২ সালের ৩০ জুন সরকারি নির্দেশনায় বন্ধ করে দেওয়া হয় আদমজী জুট মিল। এরপর ধীরে ধীরে নারায়ণগঞ্জ টু আদমজী রেল রুটের দুই পাশের জায়গা দখল হয়ে যায় স্থানীয়দের মাধ্যমে। শুধু তাই নয়, কমলাপুর টু নারায়ণগঞ্জ রেলস্টেশনে দুই পাশে হাজার হাজার অবৈধ দখলদার এখনো রয়ে গেছে। দুই পাশের ৬২ ফুট জায়গা চলে গেছে দখলদারদের অধীনে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জ চাষাঢ়া টু আদমজী পুরাতন পরিত্যক্ত রেল লাইনের দুই পাশের সম্পত্তিতে দখল করা জমিতে নির্মাণ হয়েছে অসংখ্য মার্কেট, দোকানপাট ও বসবাসের ঘর। প্রতিদিনই কেউ না কেউ এ রেলওয়ের জমি দখল করে নিচ্ছে। দখলে যোগ দিয়েছে স্থানীয় বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান, প্রভাবশালী রাজনৈতিক নেতারা। বর্তমানে দখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জ টু আদমজী রেলওয়ে সম্পত্তির বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com