বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: গোপালদী বাজারে পশুর হাটে গত রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অবস্থান করে পশুর হাট বন্ধ রাখার অনুরোধ করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা। তিনি সাংবাদিকদের জানান, ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশেই তারা দায়িত্ব পালন করছেন।
জানা যায়, গোপালদী বাজারের অল্প কিছু দুরত্বে কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে ২০০৯ সাল থেকে নতুন একটি পশুর হাট বসানো হয়, একই দিনে দুই বাজারে পশু বেচাকেনা করা হয়। দুটি বাজার নিয়ে ঝামেলা ও নানা নিয়মের জ্বালে ডিসি মহোদয় গোপালদী বাজারে পশুর হাট বন্ধের নির্দেশনা দেয়।
পশুর হাট বন্ধের নির্দেশনা পেয়ে ক্ষোভ প্রকাশ করে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয় গ্রামবাসী, বাজার বণিক সমিতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোপালদী গ্রামে অবস্থিত শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির হোসেন মৃধা বলেন, দুই বাজারের ঝামেলা হাইকোর্ট পর্যন্ত গড়ালে, মহামান্য হাইকোর্ট আমাদের রোববার ও বৃস্পতিবার হাট বসাতে অনুমতি দেয়। কোর্টের রায় আমাদের পক্ষেই রয়েছে।
রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, আমরা নিয়ম-নীতি মেনে সরকারের কাছ থেকে ইজারা নিয়েই এই হাট পরিচালনা করে থাকি, তাই দুই শত বছর পুরাতন এই হাট বন্ধ করার কোন যৌক্তিকতা নেই। গোপালদী বাজারের পশুর হাট বন্ধ করতে হলে প্রশাসনকে অবশ্যই লিখিত অর্ডার দিতে হবে, এই অর্ডার নিয়ে আমরা পুনরায় হাইকোর্টে যাব।