বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ চারজন নিহত

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ চারজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাইক্রোবাস, পিকআপ ও ডাম্প ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক বছর বয়সী শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে রাইসা, একই গ্রামের ফজিলাতুন্নেছা (৬৫), বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের রিয়াদ মিয়া এবং নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাস চালক পাভেল মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের আবু হানিফ, তার মা সাফিয়া খাতুন, আত্মীয় ফজিলাতুন্নেছা, মানিক মিয়া, তার স্ত্রী রুমা খাতুন, তাদের ১১ মাস বয়সী মেয়ে রাইসা সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ সম্পন্ন করে মঙ্গলবার রাতের ফ্লাইটে দেশে ফেরেন। রাতেই বিমানবন্দর থেকে তাদেরকে রিয়াদ মিয়া ও পাভেল মিয়া মাইক্রোবাসে করে আনতে যান। ফিরে আসার পথে লাগোয়া বারঘরিয়া নামক স্থানে একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই আরেকটি পিকআপ এসে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসকে ধাক্কা দিলে উল্টে যায়। এতে মাইক্রোবাসে থাকা ফজিলাতুন্নেছা, রিয়াদ মিয়া, শিশু রাইসা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মিয়া মারা যান।

খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ চারজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন তিনটি পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের ও পিকআপের চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com