শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সাধারণ জনতা। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন-মাধবপুর উপজেলার পুড়াইখোলা এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া (৪০)। অন্যজনের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে বক্তব্য পুলিশের।
রবিবার (১১ এপ্রিল) ভোরে হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল ইসলাম জানান, ‘শনিবার শেষ রাতের দিকে একদল ডাকাত লাখাই উপজেলার গুনিপুর গ্রামে হানা দেয়। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এসময় ধরা পড়ে দুজন। আটকদের গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’