শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম এবং ঢাকার তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আঁখি আক্তার (২২)।
ওসি জানান, ঢাকা থেকে সিলেটগামী পাজেরো জিপের সঙ্গে বিপরীতদিক থেকে আসা ট্রাকের সংষর্ঘ হয়। এতে জিপে থাকা চারজনের দুইজন ঘটনাস্থলে মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। নিহতদের একজন নারী ও তিনজন পুরুষ।