বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
চুনারুঘাট থানার ওসি হিল্লুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।