মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামে হত্যা মামলার আসামীরা জামিনে এসেই প্রতিপক্ষের উপর হামলা করে। পরে উভয় পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ ১৫ জন আহত হয়েছে।
রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৫টা থেকে থেমে থেমে কয়েক দফায় এ হামলার এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গত ১৩ ফেরুয়ারী ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে মোকলেছুর রহমান (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। সেই মামলার আসামীরা জামিনে এসে বাদীপক্ষের উপর লাঠিসোঠা, টেঁটা ও ধারালো রামদা নিয়ে হামলা করে। ওই ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে ২০ জনকে আসামী করে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে। সেই মামলার ৯ জন আসামী রোববার জামিন পেয়ে বাড়িতে ফিরেই নিহত মোকলেছের স্বজনদের উপর হামলা করে। বিকেলে হত্যা মামলা জামিন প্রাপ্ত রাজিব, পলাশ, রাসেল, তানভীর, ইব্রাহীম বাবুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রæপ নিহতের পক্ষের মালেক দেওয়ানসহ ৪/৫টি বাড়ীতে হামলা করে। এতে তাঁদের ৯ জন আহত হয় বলে দাবী করে।
মালেক দেওয়ানের ছেলে রতন দেওয়ান বলেন, তার মা নাজমা বেগমকে মাথায় আঘাত করে। অনেকের শরীরে টেঁটা বিদ্ধ হয়েছে। আহতদের বেশীর ভাগ ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এদিকে মালেক দেওয়ানের লোকজন তাঁদের বাড়ির সামনে দাঁড়িয়ে রাজিব ও পলাশ গ্রæপের উপর হামলা করলে তাঁদের ৫/৬ জন আহত হয়। উভয়পক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রতিপক্ষের রাজীব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হত্যা মামলার আসামীরা জামিনে এসে প্রথমে মালেক দেওয়ানের বাড়িতে হামলা করে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।