বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে লিজন মোল্লা নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । গতকাল শনিবার রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ।
নিহত লিজন মোল্লা নরসিংদী শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে । তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজীসহ ১৬টি মামলা রয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় বাড়ির অদূরে দুর্বৃত্তরা লিজনকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় । পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ জানান, লিজন মোল্লা নামে একজনকে রাত ১২টা ৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় । তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে । তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে ।
উল্লেখ্য, নিহত লিজন মোল্লা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন । সেখানে গত ১৮ জুলাই ২০২২ সালে রিমান্ড শেষে নরসিংদী জেল হাজতে গেলে লিজন মোল্লাকে তল্লাশি করে জেল কর্তৃপক্ষ দুই হাজার টাকা ও দুটি ইয়াবা ট্যাবলেট তার কাছ থেকে জব্দ করেন । এই অপরাধে তাকে কারা কর্তৃপক্ষ সেলে পাঠান কিন্তু লিজন মোল্লা সেলে গিয়ে ব্যাপক গালিগালাজ করে এবং সুপারকে হত্যার হুমকি দেন । গত ১৯ জুলাই ২০২২ সালেলিজন মোল্লা তার কম্বল ও বালিশে সিগারেট দিয়ে আগুন লাগিয়ে দেন । আগুন নিভিয়ে কারা কর্তৃপক্ষ একটি জিডি করেন এবং তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় ।