শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

হঠাৎ শিলাবৃষ্টি, ভাঙল বাসাবাড়ির জানালা-গাড়ির কাচ

সিলেট প্রতিনিধি ।।
রবিবার (৩১ মার্চ) সিলেটে হঠাৎ করেই ঝড়ের সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। বড় বড় শিলার আঘাতে শহরটির অনেক বাসাবাড়ির জানালার ও গাড়ির কাচ ভেঙে গেছে। যানবাহনেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

রাত দশটার দিকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিলো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগে সিলেটে এরকম শিলাবৃষ্টি দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই। রাস্তায় চলাচলা করা বিভিন্ন গাড়ির গ্লাসও ভেঙে যায় শিলার আঘাতে। কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।
এর আগে আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এ রকম বড় শিলাবৃষ্টি আগে কখনো দেখেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com