সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

হকিতে ইন্দোনেশিয়াকে হারায় বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার সঙ্গে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ইন্দোনেশিয়াকে হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচ সহজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। এশিয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৬টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে রখলবে।

উল্লেখ্য, করোনার কারণে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস স্থগিত হয়ে গেছে। তবে ঠিকই চলছে বাছাইপর্ব। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ৬টি দল। এই জয়ে বাংলাদেশ এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করল।

আগামী ১০ মে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বাংলাদেশ গ্রুপ পর্বের পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে অংশ নিচ্ছে। লাল-সবুজ দলের প্রতিপক্ষ হচ্ছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, হংকক, থাইল্যান্ড, উজবেকিস্তান ও কাজাখস্তান।

থাইল্যান্ডের ব্যাঙ্ককে শনিবার অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারায়। লাল-সবুজের দল ম্যাচের প্রথম কোয়ার্টারের ১০ মিনিটে সারোয়ার হোসেনের ফিল্ড গোলে (১-০) এগিয়ে যায়। এরপর দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পুস্কর খিসা মিমোর ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) হয়। তবে তৃতীয় কোয়ার্টারের ৯ মিনিটে ইন্দোনেশিয়া গোল (১-২) করে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস ছড়ায়। কিন্তু ১০ মিনিটে ফজলে হোসেন রাব্বির ফিল্ড গোলে বাংলাদেশ (৩-১) আবারও বাড়িয়ে নেয় ব্যবধান।

শুক্রবারই হঠাৎ করে এশিয়ান গেমস স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ঠিক কবে নাগাদ হাংজোর আসর মাঠে গড়াবে, তার নিশ্চয়তা নেই। তবে গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই চলছে। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার কারণে শুরুর দিকে বাছাই খেলার কথা ছিল না বাংলাদেশের। কিন্তু নিয়ম বদলে যাওয়ায় বাছাইয়ে খেলতেই হচ্ছে সারোয়ার হোসেন-আশরাফুল ইসলামদের। সেই চ্যালেঞ্জ জয়ের পথে দল শুরুটা করল জয়ের স্বস্তি দিয়ে।

ম্যাচে চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলনায়ক রেজাউল করিম বাবু। ম্যাচে তিনি গোল করতে না পারলেও তার চমৎকার ক্রীড়াশৈলী ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে রেজাউল করিম বাবুর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন এশিয়ান হকি ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সহসভাপতি আব্দুর রশিদ সিকদার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com