সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস

স্পোর্টস ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নিহত হওয়ার বিষয়টি অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম এবং দেশটির সাবেক ক্রিকেটাররা নিশ্চিত করেছেন।

শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সাইমন্ডসকে বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। ৪৬ বছর বয়সী এই ক্রিকেটার ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

অস্ট্রেলিয়ার বার্মিংহামে জন্মগ্রহণকারী সাইমন্ডস যুক্তরাজ্যের কেন্ট, গ্লুচেস্টারশায়ার, ল্যাঙ্কাশায়ার এবং সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার যৌথ রেকর্ডটি তার দখলে।

চলতি বছরের শুরুতে সাবেক উইকেটরক্ষক রড মার্শ এবং কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর পর তার মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য আরেকটি উল্লেখযোগ্য ক্ষতি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com