বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

স্মার্ট খালিয়াজুরী উপজেলা গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল চন্দ্র

হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি:: সংসদ নির্বাচনের পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইছে রাজনৈতিক অঙ্গনে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। এ বছর স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতিক না দেওয়ার ঘোষনায় ইতিমধ্যেই জনপ্রিয় প্রার্থীরা ভোটের মাঠে কাজ শুরু করে দিয়েছেন। ঘুরে বেড়াচ্ছেন হাট-বাজার পাড়া মহল্লায়। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

আসন্ন খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার। হাওর বেষ্টিত খালিয়াজুরী উপজেলায় যিনি সর্বাধিক পরিচিত দুলাল চেয়ারম্যান হিসেবে। সাধারণ জনগণের নিকট তিনি ব্যাপক জনপ্রিয়।

প্রতিবেদকের সাথে আলাপকালে দুলাল চন্দ্র সরকার জানান, আমি আমার জীবনের স্বর্ণালি সময়টুকু ব্যয় করেছি খালিয়াজুরীর অবহেলিত হাওর জনপদের মানুষের জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। আমি জনগণকে সাথে নিয়ে দূর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট খালিয়াজুরী উপজেলা গড়তে চাই। আমি সেই লক্ষে জনগণের দোরগোড়ায় পৌঁছেছি। সাধারণ জনগনেরও ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী খালিয়াজুরী উপজেলার সাধারণ জনগণ আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন।

উল্লেখ্য যে, দুলাল চন্দ্র সরকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ সভাপতি, দায়িত্ব পালন করেছেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে। ছিলেন খালিয়াজুরী উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান। বর্তমানে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com