রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধিঃ নারীর ক্ষমতায়ন শক্তি এই স্লোগানকে ধারণ করে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় মঙ্গলবার নতুন শাখার উদ্বোধন উপলেক্ষ্যে সকল শ্রেণি পেশার মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন(এনজিও) শক্তি ফাউন্ডেশন আয়োজনে দিন ব্যাপী নারী ও পুরুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন(এনজিও) শক্তি ফাউন্ডেশনের কর্তৃপক্ষ।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সরকার দেশের স্বেচ্ছাসেবী সংগঠন(এনজিও) গুলোকে শুধু ব্যণিজিক কর্মকান্ড নয় সেবার মাধ্যমে মানুষে পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে। তাই ক্রেডিড প্রোগ্রামের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনকে গুলোকে কাজ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির জোনাল ম্যানেজার মো. জহির উদ্দিন, মো. মহিদুর রহমান খান. ইমরান হোসেন,মো. আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যানমো,বশির আহমেদসহ সাংবাদিক, শিক্ষক প্রমূখ।