সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
একুশেরে কন্ঠ প্রতিবেদন, নবাবগঞ্জ ঢাকাঃ বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সকল শ্রেণি পেশার মানুষের কাছে পৌছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমী (নাফা) শুক্রবার বেলা ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষ্যে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
এসময় ইয়ারা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি বলেন, আমরা স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদান সঠিকভাবে তুলে ধরতে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছি।
অনুষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা অংকন প্রশিক্ষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি সহ বাংলাদেশের উন্নয়ন শীর্ষক বিশেষ চিত্র প্রদর্শনী, বিজয় দিবসের বিশেষ নৃত্য প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতাসহ সাংবাদিক, শিক্ষক, সুধীজন, শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
আজহারুল হক
নবাবগঞ্জ-ঢাকা