রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আগামী ২৪ মে শুক্রবার সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এ জি এম আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন। সম্মেলনে সারা দেশ থেকে আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আগামী ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় নেতা প্রচার ও প্রকাশনা উপকমিটির আহবায়ক জনাব মোস্তাফিজুর রহমান জানান, ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন রূপালী ব্যাংকের ফরিদ আহমেদ জুয়েল, সোনালী ব্যাংকের গাজী মিজানুর রহমান, রূপালী ব্যাংকের মোহাম্মদ শওকত হোসেন সজল এবং বেসিক ব্যাংকের শংকর তালুকদার।সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জনতা ব্যাংকের মো. ইসমাইল হোসেন, কৃষি ব্যাংকের আশিকুল ইসলাম এবং জনতা ব্যাংকের মো. মনির।