মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
পুরুষ বিভাগে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ সহ মোট ৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। রানার্স আপ বিজিবি পেয়েছে ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক। এছাড়া ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক পেয়ে তৃতীয় হয়েছে সেনাবাহিনী।
মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আনসার দলের অর্জন ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। রানার্স আপ সেনাবাহিনী পেয়েছে ২টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক। তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশ পুলিশ পেয়েছে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক।
জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩ দিনব্যাপী এবারের প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউট ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ান ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল মবিন ফাইটার ও খলিলুর রহমান সহ অন্যান্যরা।