বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

প্রতি ভড়িতে স্বর্ণের দাম বাড়ল ১৮৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক:: দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়ে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকায় দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর করা হবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সোনার মূল্য নির্ধারণের এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকায় এবং সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায় বিক্রি হবে।

এতে আরো বলা হয়েছে, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ১৩৩ টাকা রয়েছে। তার মানে দাম বর্তমানে ভরি প্রতি বেড়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা বিক্রি হচ্ছে। যার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬১ হাজার ২৩৬ টাকা। এর ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণের প্রতি ভরির দাম ৫০ হাজার ৯১৩ টাকা। তার দাম ভরিতে বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।

এদিকে অপর ধাতু রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকায় এবং সনাতন পদ্ধতিতে রুপার প্রতি ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com