বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

স্পেনের ইতিহাস নাকি ইংল্যান্ডের স্বপ্নপূরণ

স্পেনের ইতিহাস নাকি ইংল্যান্ডের স্বপ্নপূরণ

স্পোর্টস ডেস্ক:: ১৯৬৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর আর কোনো বৈশ্বিক বা মহাদেশীয় শিরোপা জিততে পারেনি ইংলিশরা। ২০২০ ইউরোতে বড় কোনো টুর্নামেন্টের হিসেবে সর্বোচ্চ ফাইনালের মঞ্চে খেলতে পেরেছিল তারা। সে ইউরো আসরে এসেই স্বপ্নের দুয়ারে আরও একবার গ্যারেথ সাউথগেটের দল। ৫৮ বছরের শিরোপা খরা এবং ইউরোতে নিজেদের প্রথম শিরোপা জিততে মরিয়া ইংলিশরা।

এদিকে ইউরোর এবারের আসরের আরেক ফাইনালিস্ট স্পেন জিতেছে রেকর্ড তিনটি ইউরো শিরোপা। যদি সমান তিনটি শিরোপা জিতেছে জার্মানিও। এতেই ফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলেই এককভাবে চার তারা নিজেদের নামের পাশে যোগ করে ইতিহাস গড়বে দে লা ফুয়েন্তের দল।

আসরের শুরু থেকেই দারুণ ছন্দে আছে স্পেন। গ্রুপ অব ডেথে থেকেও (ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার গ্রুপে) গ্রুপপর্বে একমাত্র দল হিসেবে জিতেছে সবগুলো ম্যাচ। এছাড়াও কোয়ার্টার ফাইনালে, সেমিতে থামিয়েছে জার্মানি ও ফ্রান্সের মতো ফেবারিটদের। তাইতো আসর মাঝে নতুন ফেবারিটের তকমা লাগিয়ে শিরোপার অন্যতম দাবীদার যেন তারাই।

তবে স্পেন কোচ ফাইনালে ফেবারিট মানছেন না কাউকেই। তার কাছে দুই দলের সম্ভাবনা সমানে-সমান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে ফুয়েন্তে বলেন, ‘এখানে কোনো ফেবারিট নেই। দুই দল সমানে সমান। ঠিক আগের নক-আউট ম্যাচগুলোর মতোই। আগের ম্যাচগুলোর মতো খেলতে না পারলে এবং ভুল করলে আমাদের কোনো সুযোগ থাকবে না।’

শিরোপা জয়ের লড়াইটা তাই হতে চলেছে দারুণ রোমাঞ্চের। অনেকের কাছে সেই ২০১০-১২ সালের স্পেন দলের প্রত্যাবর্তন এটি। আবার ইংল্যান্ডের টানা দ্বিতীয় প্রচেষ্টায় হয়তো আর বৃথা যাবে না। অবশ্য উত্তর মিলে যাবে আর কয়েক ঘণ্টা বাদেই।

এদিকে ইংল্যান্ড গ্রুপপর্বে কেবল একটি ম্যাচ জিতেই উঠে যায় শেষ ষোলোতে। পরে স্লোভাকিয়ার সামনেই পড়েছিল কঠিন পরীক্ষায়। শুরুতে গোল হজম করে ম্যাচের ৯০তম মিনিট পর্যন্তও সমতা ফেরাতে পেরেছিল না ইংল্যান্ড। তবে যোগ করা সময়ে বেলিংহাম-কেইনের নৈপুণ্যে সমতা এড়িয়ে জয়টায় নিশ্চিত করে ফেলে তারা।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সামনে বেশ ধুঁকতে হয়েছে ইংল্যান্ডকে। তবে টাইব্রেকারে জিতে উঠে যায় সেমিতে। এবার সেমিতে ডাচদের সামনে যেন নড়বড়ে হয়ে যায় কেইন-বেলিংহামদের আক্রমণ। ১-১ সমতায় ড্রয়ে একসময় তারা চাওয়া যেন ছিল কোনো ম্যাচ যাক অতিরিক্ত সময়ে। সেখানেই ত্রাতা হয়ে জয়ের নায়ক বনে যান অলি ওয়াটকিন্স। একদম শেষ মুহূর্তের সেই গোলে ২-১ ব্যবধান ম্যাচে জিতে ফাইনালে পৌঁছায় কেইন-সাকারা।

চলতি আসরে স্পেনের পারফর্মের গ্রাফ যেখানে শুধুই ওপরে দিকে, সেখানে ইংলিশদের গ্রাফটা উঠা-নামা করেছে একাধিকবার। তবে কি ধুঁকতে ধুঁকতে জিততে থাকা গ্যারেথ সাউথগেটের দলটি ফেরাবে অলি রামসির ৫৮ বছর আগেই সেই সাফল্য!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com