সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:২২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন। দেশটির বিভিন্ন অঞ্চলে একযোগে ৫০টিরও বেশি স্থানে দাবানল জ্বলছে। এতে এখন পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। খবর আনাদোলুর।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএফই জানিয়েছে, কাস্টিল ও লিওন অঞ্চলের কমপক্ষে ২৫টি এলাকায় দাবানল চলছে। গালিসিয়ায় ১৪টি, আস্তুরিয়াসে ১২টি এবং দক্ষিণের এক্সট্রেমাদুরার বেশ কয়েকটি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- গালিসিয়ার ওরেন্স, কাস্টিল, লিওন, জামোরা প্রদেশ, আস্তুরিয়াসের সোমিডো ন্যাচারাল পার্ক এবং এক্সট্রেমাদুরার প্লাসেনসিয়া।
কেবল কাস্টিল ও লিওন অঞ্চলে প্রায় ৩ হাজার ২৫০ জন মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে রাত কাটাচ্ছেন। গালিসিয়ায় কয়েকদিন ধরে চলা আগুনে ইতোমধ্যে প্রায় ৪৭ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ওরেন্স অঞ্চলের শত শত মানুষ ক্রীড়া কেন্দ্র, জরুরি আশ্রয়কেন্দ্র কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
এক্সট্রেমাদুরার ক্যাসেরেস অঞ্চলের জারিলা পৌরসভা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০০ বাসিন্দাকে।
পরিস্থিতি মোকাবিলায় স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মাঠে নেমেছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বিভিন্ন অগ্নিনির্বাপণ বিমানও কাজে লাগানো হচ্ছে।
এদিকে, প্রতিবেশী পর্তুগালও আগস্টের শুরু থেকে ভয়াবহ দাবানলের কারণে সতর্ক অবস্থায় রয়েছে। দেশটিতে বর্তমানে ৭৮টি স্থানে দাবানল চলছে, যার মধ্যে আটটি বড় দাবানল রয়েছে।
পর্তুগালের জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সাড়ে পাঁচ হাজারেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী, ৩০৫টি স্থলযান এবং ৪২টি অগ্নিনির্বাপণ বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে তারা।