শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধিঃ গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ১১টি ট্রাকে ২৯০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে

মহামারি করোনাভাইরাসের কারণে সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর শনিবার (২ জানুয়ারি) বিকাল থেকে দেশের দুই স্থলবন্দর দিনাজপুরের হিলি ও সাতক্ষীরার ভোমরা দিয়ে ভারত থেকে পেয়াঁজ আমদানি আবারও শুরু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় ভারত থেকে ১৯টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যদিয়ে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। স্থানীয় আমদানিকারক বাবু এন্ট্রারপ্রাইজ এই পেঁয়াজ আমদানি করে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর গত ২৮ ডিসেম্বর ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তাদের এই সিদ্ধান্তের পর বন্দরের আমদানিকারকগণ পেঁয়াজের এলসি খুলেছে। সেই এলসি’র বিপরীতে শনিবার বিকেল থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে দেশের বাজারে পেঁয়াজের দামের ওপর বড় একটা প্রভাব পড়বে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরুর ফলে বন্দরের আমদানিকারক, সিআ্যন্ডএফ এজেন্ট, শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। একইসাথে বন্দরের নিত্যদিনের যে আয় সেটিও বেড়েছে। পেঁয়াজ কাঁচামাল হওয়ায় বন্দরে প্রবেশের সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে খালাস করে আমদানিকারকদের সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ১১টি ট্রাকে ২৯০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে বলে ভোমরা কাস্টমস সূত্রে জানা গেছে। এছাড়া ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় এখনও ২০ থেকে ২৫টি পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মাকসুদ খান জানান, সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর শনিবার বিকাল থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। ভারতের ওপারে এখনও ২০ থেকে ২৫টি পেঁয়াজবাহী ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, এই ধারা চলতে থাকলে বাংলাদেশে পেঁয়াজ বাজারের দামের ঊর্ধ্বমুখিতা হ্রাস পাবে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, প্রথম দিনে মোট ১১টি পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এতে মোট ২৯২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com