শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত সোহানুর রহমান

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: নশ্বর দুনিয়া ছেড়ে চলে গেছেন খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান ও তার স্ত্রী। বুধবার তার স্ত্রী স্ট্রোক করে মারা যান। এর পর ঘুমের মধ্যেই প্রাণ হারান পরিচালক সোহান। পরবর্তীতে স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন তিনি।

টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই পরিচালক সোহানুর রহমান সোহানের কবর দেওয়া হয়েছে। স্ত্রী ও তার ইচ্ছা ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি দাফন করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে তাদের ইচ্ছা অনুযায়ী টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।

তার জানাজার নামাজে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান।

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন স্বজন ও এলাকাবাসী ও চলচ্চিত্র অঙ্গন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com