বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুলের দোলনাতে আঘাত পেয়ে শাহাদৎ হোসেন নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার কিসামত চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শাহাদৎ হোসেন উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মধ্য বিরতিতে বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে আঘাত পান দ্বিতীয় শ্রেণীর ছাত্র শাহাদৎ। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যান।
তবে শিশুটির পরিবারের দাবি, দোলনায় আঘাত পেয়ে শাহাদৎ মারা যায়নি। তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকলে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।