বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

সোশাল মিডিয়ায় ‘বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য’, থানায় অপু-বুবলীর জিডি

বিনোদন ডেস্ক ।।

ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরিতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও আপত্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন।

দুই নায়িকার মধ্যে বুবলী বুধবার ও অপু বিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় জিডি করেন। ভাটারা থানার ওসি মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের এসব জিডি থানা তদন্ত করছে না।

“আমরা ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিটে জিডির কপি পাঠিয়ে দিয়েছি। তারাই বিষয়টি দেখছে।”

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) রাজন কুমার সাহা বলেন, তাদের অভিযোগ প্রায় একইরকম।

“জিডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদেরকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর, আপত্তিকর, অরুচিকর তথ্য প্রচার হচ্ছে বলে অভিযোগ করে প্রতিকার চেয়েছেন তারা।”

যেসব সামাজিক মাধ্যম, ইউটিউব চ্যানেল বা অনলাইন পোর্টালে এসব তথ্য প্রচার হচ্ছে তার লিংক, নমুনাও তারা জিডির সঙ্গে যুক্ত করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জিডির বিষয়ে জানতে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

নায়িকা বুবলীকেও ফোন করা হয়েছিল, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি

অপু বিশ্বাস জানান, সময়-সুযোগ হলে তিনি এ বিষয়ে কথা বলবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com