রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হাতীবান্ধা

লালমনিরহাট প্রতিনিধি:: বিদ্যুৎ না থাকলেও এখন আর অন্ধকারে থাকতে হবে না লালমনিরহাট জেলার হাতীবান্ধাবাসীকে। সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকীত হবে গোটা হাতীবান্ধা উপজেলা। উপজেলার সড়কগুলোতে স্থাপন করা হচ্ছে সোলার স্ট্রিট লাইট। হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেলগেট পর্যন্ত সড়কের দুই ধারে ৩৯টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এ কর্মসুচীর উদ্বোধন করেন।

হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন জানান, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউজিডিপি) প্রকল্পের আওতায় এ কর্মসুচী বাস্তবায়ন হচ্ছে। ২০১৮ ও ১৯ অর্থ বছরের বরাদ্দকৃত ১৫ লক্ষ ৬৮ হাজার ৭শত ১৫ টাকা ব্যয়ে হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেলগেট পর্যন্ত সড়কের দুই ধারে ৩৯টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।

তিনি আরো দাবী করেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সহযোগিতায় তার নির্বাচনী ইশতেহারের একটি এখন বাস্তবায়নের পথে। স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরের সড়কগুলো এখন থেকে সন্ধ্যার পর সব সময় আলোকিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com