সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

সোমবার মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেশির ভাগ সময়ই টাইগারদের ভালো ফল আসে। এবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিততে চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সোমবার (২৩ মে) তারা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজের ট্রফি ঘরে তোলার অভিন্ন লক্ষ্য নিয়ে। যে দলই জিতবে তারাই সিরিজের ট্রফি জয়ের পাশাপাশি আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভাল পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন অবধি ৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১ জয়, ৪ হার ও ১টি ম্যাচে জয় পেয়েছে মুমিনুল হকের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ বাকি দুইটি। জিতলেই ১২ পয়েন্ট যোগ করে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে যাবে। আর শ্রীলঙ্কা জিততে পারলে পয়েন্ট টেবিলে ৫ নম্বর অবস্থানটা দৃঢ় করবে। আবহাওয়া পূর্বাভাস অনুসারে প্রথম দুইদিন এখানে বৃষ্টির বাগড়া থাকবে। সেই সঙ্গে থাকবে তীব্র গরম। প্রকৃতির বৈরিতার মধ্যে যতখানি খেলা হবে সেখান থেকেই ফল বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল।

কারণ মিরপুরের চিরাচরিত ধীরগতির স্পিন বান্ধব উইকেটে ৫ দিন পর্যন্ত খেলা হওয়া কঠিন। চট্টগ্রামে প্রথম টেস্টে ৫ দিন তীব্র গরমে খেলার ক্লান্তি কাটিয়ে যে দল ধৈর্য রেখে খেলতে পারবে তারাই শেষ পর্যন্ত হাসবে বিজয়ের হাসি। আজ সকাল ১০টায় গড়াবে ম্যাচটি। আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজে যাবেন মুমিনুলরা। এরপর ভারত আসবে বাংলাদেশে। পরিস্থিতি বিবেচনায় চলতি সার্কেলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টটিই জয়ের জন্য সবচেয়ে বড় সুযোগ। টেস্ট অধিনায়ক মুমিনুল হক অবশ্য বলছেন, সব জায়গাতেই জেতার সুযোগ আছে তাদের।

২২ মে রবিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি মিরপুরে খেলুন বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা হল সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা একটা ভালো সুযোগ।

সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার। ’ মিরপুরে স্পোর্টিং উইকেট থাকা কঠিন তেমনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন। সাধারণত মিরপুরের উইকেট থাকে মন্থর গতির, বল নিচু হয়ে আসে এবং ব্যাট হাতে দারুণ কিছু করা চ্যালেঞ্জিং হয়ে থাকে। আর সে কারণেই এখানে স্পিনারদের দাপট থাকে।

পুরো ৫ দিন খেলাটাই চ্যালেঞ্জিং এখানে। আর বাংলাদেশ দল টানা দুই টেস্টে খুব কমই ভাল করতে পারে। তাই বাংলাদেশ দলের জন্যই থাকবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামে ৫ দিন তীব্র গরমে খেলেছে দু’দল। সেই ক্লান্তি কাটাতে ২ দিন বিশ্রাম নিয়েছেন ক্রিকেটাররা। শুধু রবিবারই দলগত অনুশীলন করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপরও ২ টেস্টের সিরিজে মাঝে মাত্র ২-৩ দিনের বিরতি দিয়ে ১০ দিন খেলা বাংলাদেশী ক্রিকেটারদের জন্য কঠিন পরীক্ষা। সাধারণত সিরিজের দ্বিতীয় টেস্টেই চরম ভরাডুবি হয় বাংলাদেশের।

সিরিজের প্রথম টেস্টে জিতে কিংবা ড্র করে দ্বিতীয় টেস্টে শোচনীয় হার দেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এমনটা আগের ৫ ড্র ও ১ জয়ের সিরিজেই ঘটেছে। এই স্টেডিয়ামে সর্বশেষ ড্র হয়েছিল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচেও ছিল বৃষ্টির বাধা। শ্রীলঙ্কার বিপক্ষেও তাই ভালো ফলের প্রত্যাশা টাইগার অধিনায়কের।

টাইগার এবার সিরিজটা জয় করতে সেই লক্ষ্যে মাঠে নামবে আগামীকাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com